মালদা

৬১ লক্ষ টাকা ব্যায়ে তৈরি হচ্ছে জলঙ্গা গ্রামের রাস্তা

মঙ্গলবাড়ি অঞ্চলের জলঙ্গা গ্রামে MGNREGS প্রকল্পের মাধ্যমে একটি পাকা রাস্তার শিলান্যাস হয় মঙ্গলবার। এদিন এই রাস্তার কাজের শিলান্যাস করেন মালদা জেলা সভাধিপতি সরলা মুরমু। জলঙ্গা গ্রামের এই রাস্তাটি দীর্ঘদিন ধরে কাঁচা অবস্থায় ছিল। বর্ষাকালে এই রাস্তা দিয়ে হাটা চলা করা যেত না। ফলে বর্ষা আসলেই সাধারন মানুষ রাস্তার জন্য সমস্যায় পরত। তাই গ্রামবাসীদের দীর্ঘদিনের দাবি ছিল কাঁচা রাস্তাটি যেন পাকা রাস্তায় পরিণত করা হক। গ্রামবাসীদের দীর্ঘদিনের দাবি পুরন হল এদিন। MGNREGS প্রকল্পের প্রায় ৬১ লক্ষ টাকা ব্যায়ে তৈরি হচ্ছে ২ কিলোমিটার রাস্তা। এদিন এই পাকা রাস্তার কাজের শিলান্যাস করেন জেলা সভাধিপতি সরলা মুরমু। এছাড়াও উপস্থিত ছিলেন পুরাতন মালদা পঞ্চায়েত সমিতির সভাপতি সুবোধ চৌধুরী, মঙ্গলবাড়ি অঞ্চলের প্রধান মাসিদুর রহমান, পুরাতন মালদার  প্রাক্তন সভাপতি বিভূতি ভূষণ ঘোষ সহ অন্যান্যরা। গ্রামবাসীদের দীর্ঘদিনের দাবি পুরোন হওয়ায় খুশি গ্রামবাসীরা।